ঢাকা হতেঃ ঢাকা (কমলাপুর এবং সায়েদাবাদ বাস টার্মিনাল) হতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পথে (১১৫কি.মি.) কুমিল্লা শহরের পদুয়া বাজার বিশ্বরোড। কুমিল্লা হতে সড়ক পথে (৩২.৫কি.মি.)চৌদ্দগ্রাম উপজেলা সেন্টার। মহাসড়কের উপজেলা সেন্টারের পশ্চিম দিকে সড়ক পথে প্রায় ৫০০ মি. পথ এগোলে হাতের ডানে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ। উপজেলা পরিষদ চত্তরের পশ্চিম দিকে (পুকুর সংলগ্ন) দ্বিতল ভবনটি চৌদ্দগ্রাম উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই)।আবার সরাসরি ঢাকা (সায়েদাবাদ বাস টার্মিনাল) হতে ফেনীর গাড়ীতে চৌদ্দগ্রাম উপজেলা সেন্টারে পৌঁছানো যায়।
চট্রগ্রাম হতেঃ চট্রগ্রাম (একে খান বাস টার্মিনাল) হতে চট্রগ্রাম-ঢাকা মহাসড়ক পথে (১১৭কি.মি.) হাতের বামে চৌদ্দগ্রাম উপজেলা সেন্টার। মহাসড়কের উপজেলা সেন্টারের পশ্চিম দিকে সড়ক পথে প্রায় ৫০০ মি. পথ এগোলে হাতের ডানে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ। উপজেলা পরিষদ চত্তরের পশ্চিম দিকে (পুকুর সংলগ্ন) দ্বিতল ভবনটি চৌদ্দগ্রাম উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই)।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS